আজ ১৭ আগষ্ট সারাদেশে ৫০০ বোমা বিস্ফোরন হয় ৬৩ জেলায় ৩০০ স্থানে। ১১.৩০টা থেকে শুরু হয়ে আধা ঘন্টার মধ্যে এ বোমাগুলো বিস্ফোরন হয়। আলিম কাকাকে ফোন করে জানি যশোরের কি অবস্থা। বুলবুলি এবং রুমিকে কল করেছি ওরা ভালো আছে কিনা।
ব্যক্তিগত দিনপঞ্জি, লেখনী ও সংগ্রহশালা
আজ ১৭ আগষ্ট সারাদেশে ৫০০ বোমা বিস্ফোরন হয় ৬৩ জেলায় ৩০০ স্থানে। ১১.৩০টা থেকে শুরু হয়ে আধা ঘন্টার মধ্যে এ বোমাগুলো বিস্ফোরন হয়। আলিম কাকাকে ফোন করে জানি যশোরের কি অবস্থা। বুলবুলি এবং রুমিকে কল করেছি ওরা ভালো আছে কিনা।