আমি রোমেলকে পড়াচ্ছি কয়েক মাস ধরে। ও এখন ক্লাস সিক্সে পড়ে। রোমেলের চাচা তৌহিদ স্যারের মাধ্যমে টিউশনিটা পেয়েছি। ইতিমধ্য রোমেলের পরিবারের সাথে আমার সখ্যতা গড়ে উঠেছে। রোমেলরা দুই ভাইবোন এবং ওর মা ওদের দুই চাচার সাথে থাকে, ওদের বাবা বিদেশ থাকে। রোমেলের বোন ইন্টারমিডিয়েট পড়ে। আমি তাকে পড়াই না কিন্তু একই পড়ার টেবিলে পড়ার কারনে তার সাথে আমার প্রায় দেখা হয়। সে কবিতা লিখতে পছন্দ করে। প্রাথমিকভাবে মনে হয়েছে যে মেয়েটা শান্ত এবং বিনয়ী।


