Posted by Online Desk on ১২:৩৬ PM
দুই বছর আগে এই দিনে আমি আমার অনলাইন ডাইরী/ ব্লগ লেখা শুরু করি। আমার কম্পিউটার নেই, ইন্টারনেট লাইনও নেই কিন্তু লেখার খুব ইচ্ছা আছে। আমি বাংলায় না লিখলেও বাংলার উচ্চারনে ইংরেজি লিখি। আশা করি সব সমস্যার একদিন সমাধান হয়ে যাবে।