স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

২২ নভে, ২০০৯

ঈদ এবং কিছু অনুভূতি

২৮ শে নভেম্বর ঈদ-উল-আযহা । আজ রবিবার গ্রামের বাড়ী যাচ্ছি। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। প্রতি ঈদে বাড়ি যায় আবার ফিরে আসি। এটা প্রায় একঘেয়েমি হয়ে গেছে। প্রতি ঈদ প্রায় এক রকম কাটে। একই ঘটনা বারবার ঘটে। তবে মামা বিয়ে করার পর থেকে ঈদের দিন একটু অন্য রকম কাটে। আমরা ভাই,বোনেরা মামার সাথে মামী বাড়ি যায়। ঈদে উল্লেখযোগ্য ঘটনা বলতে এটাই, যেটা ঘটে বারবার। যাহোক ঈদ মোটামুটি ভাল কাটে। তবে একটা ব্যাপারে মনটা অনেক বেশী অস্থির থাকে। যেমন গত বছর রোযার ঈদ এ অনেককে কল দিলাম, sms দিলাম তেমন কোন সাড়া পাইনি। অনেক রাগ হলো , পরের ঈদে তেমন কাউকে শুভেচ্ছা জানাইনি। এভাবেই ক্রমিক সংখ্যার মত ঈদ আসে ঈদ যায়। নদীর মত জীবন বয়ে চলে। অনুভূতিতে পলি জমে, বালি জমে কিন্তু জীবন স্রোত থেমে থাকে না। আবারও ঈদ আসে, অনুভূতিতে আবারো সাড়া জাগে। ভালো লাগা কোন কন্ঠ আবারো কানে বাজে, পুরনো হারানো সুর আবার নতুন নতুন মনে হয়। তবে বেশী দিন স্থায়ী হয় না। ঢাকায় আসার পর আবার সব কিছু ফাঁকা ফাঁকা লাগে। ট্রাফিক জ্যামে, গাড়ির শব্দে সব সুর হারিয়ে যায়। আবারো সেই পুরনো আমি হয়ে যায়। গত রোজার ঈদে ভাবলাম আমি কাঊকে ফোন দিবো না। আমার ব্যাথাহত হৃদয়ে কারোর ফোন পাওয়ার আশা ছিল ক্ষীণ। ভাবলাম হাতে গোনা কয়েকজন বন্ধুকে কল দিব, দেখি বাকিরা কি করে। আমি সারাদিন যাদের কলের অপেক্ষায় থাকলাম তারা কেঊ ফোন দিল না। আমাদের বিশ্বজিৎ দাদা জাপান থেকে কল দিল। আহ কি কী যে ভালো লাগলো । তারপর আরো একটি কল আসলো আমার ভার্সিটির বান্ধবী উর্মির কাছ থেকে যার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয়। এভাবে অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে কোন কারন ছাড়ায়, জীবন চলে যায় কোন নিয়ম ছাড়ায়। এবারো ঈদে আমি আমার বিশেষ নির্বাচিত ব্যাক্তদের ফোনের অপেক্ষায় থাকবো, যাদের ফোন দেওয়া সম্ভব তাদের ফোন দিব। ঈদের দিন আমার ভার্সিটির বন্ধুরা, আমার তাসনুভা আপু, ক্লাইমেক্স, নিপ্পন,বাসন্তি (ছদ্দনাম), কামরুল, জাবির,উর্মি, ছোট ভাই-বোন আলামিন, তনু, জয় , আক্তার ও অন্যানেদের খুব মিস করবো। বিশেষ কারোর কল না পেয়ে হয়তো সারাদিন মন খারাপ থাকবে। তারপরও হাজারো পরিচিতোর মাঝে হয়তো কারোর কল পেয়ে মনটা খুশিতে ভরে যাবে, ক্ষনস্থায়ী সুখের মাঝে আমি ডুব দিব। এটায় আমার ঈদের অনুভূতি, আমার অনুভুতির নেটওয়ার্ক।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More