মামুন’স টি স্টল, আজিমপুর, ঢাকা
পদবি : মহাগণক
পদসংখ্যা : ১
মূল দায়িত্ব : কাস্টমারের খাওয়া চা, বিস্কুট, সিগারেট ও বিলের সার্বক্ষণিক হিসেব রাখা ।
বেতন : প্রবিশন পিরিয়ডে আলোচনা সাপেক্ষ। নিশ্চিত হলে বাড়তে পারে। সে সঙ্গে ঈদ ও অন্যান্য বোনাস, চিকিৎসা খরচ, বাসা ভাড়া দেওয়া হবে। তিনমাসের অধিক পুরোনো বকেয়া আদায়ের উপর ২০ শতাংশ কমিশন দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা : নূন্যতম এমবিএ (যে কোন স্বীকৃত ও অস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে)। এসএসসি ও এইচএসসিতে উচ্চতর গনিত সহ সাধারন গণিতে ৯০শতাংশের ওপর নম্বর। ৫ম ও ৮ম শ্রেণীর যেকোন একটিতে বৃত্তি পেতে হবে।
অভিজ্ঞতা : যে কোন চায়ের দোকানে দীর্ঘদিন চা পানের অভিজ্ঞতা হলেও চলবে। হাতের আঙুলে করে দ্রুত হিসাবের যোগ্যতা থাকতে হবে।
শারীরিক যোগ্যতা : উচ্চতা নূন্যতম পাঁচ ফুট ১০ ইঞ্চি, বয়স সর্বোচ্চ ৩০ বছর, (জিমে ব্যায়াম করার অভিজ্ঞতাকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে )
বাড়তি যোগ্যতা : শুদ্ধ বাংলা, ইংরেজীর পাশাপাশি নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া ও পুরান ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলা ও বোঝারদক্ষতা থাকতে হবে।
পদবি : মহাগণক
পদসংখ্যা : ১
মূল দায়িত্ব : কাস্টমারের খাওয়া চা, বিস্কুট, সিগারেট ও বিলের সার্বক্ষণিক হিসেব রাখা ।
বেতন : প্রবিশন পিরিয়ডে আলোচনা সাপেক্ষ। নিশ্চিত হলে বাড়তে পারে। সে সঙ্গে ঈদ ও অন্যান্য বোনাস, চিকিৎসা খরচ, বাসা ভাড়া দেওয়া হবে। তিনমাসের অধিক পুরোনো বকেয়া আদায়ের উপর ২০ শতাংশ কমিশন দেয়া হবে।