আজকাল ভার্সিটি গেলে প্রথম কাজ হচ্ছে নোটিশ বোর্ড দেখা। কখন পরীক্ষার রুটিন দিল, কখন পরীক্ষা স্থগিত হয়ে আবার রুটিন দিল, কয়েকটা পরীক্ষা হওয়ার পর আবার কবে থেকে হবে এসব দেখায় প্রথম দায়িত্ব হয়ে দাড়িয়েছে। তাই ক্লাস নিয়মিত না করলেও নিয়মিত নোটিশ বোর্ডের খবর রাখি ক্যাম্পাসে গিয়ে অথবা বন্ধুদের কল করে। গত দেড় মাসে পরীক্ষা দিয়েছি মাত্র পাচটি, তাও আবার ইনকোর্স। পরীক্ষার তারিখ বার বার যখন পরিবর্তন হয়, তখন রুটিনকে কি বলবো! চলক না ধ্রুবক?। এ যদি হয় অবস্থা তাহলে শিক্ষা জীবন শেষ যে কবে হবে তা একমাত্র আল্লাহই বলতে পারবে। যতদিন শেষ না হয় ততদিন মহাছাত্র হয়েই থাকি, কি আর করা!