স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

৩০ জানু, ২০০৬

আমার কাছে লাকির চিঠি

বন্ধু
কেমন  আছ?  আশা  করি  ভালো। আমিও  ভালো  আছি । তোমার  সাথে  আমার  সরাসরি  তেমন  কথা  হয়  না। তাই  আমি  একটা  আইডিয়া   বের  করেছি, তা  হলো  আমি  তোমাকে  প্রতিদিন  না   হোক  দুদিন  পর  পর  একটা  করে  চিটি  লিখব। কিন্তু  এর  জন্য  তামাকে  আমার  চিঠির   প্রতি  উত্তর  দিতে  হবে। কি  দিবে  না ?যদি  তোমার  এই আইডিয়া  পছন্দ  হয়  তাহলে  এরপর  তোমাকে  আমি  চিঠি  লিখবো। আর  না  হলে  এটাই  আমার  শেষ  চিঠি  .তোমার  সাথে আমার সরাসরি  কথা  বলতে  ইচ্ছা  করে। কিন্তু  পারিনা  কি  করব ,বলো ? অবশেষে  তোমাকে  তুমি  বলাই  ফেললাম। কিছু   মনে  করনা। আর  তোমার  এই  T-shirt টা  আমার  খুব  ভালো  লাগে । তোমাকে  খুব   মানায় । এ  রকম  কালার  পর  সবসময় । এই  চিঠির   উত্তর  কালকে  অথবা  এর  পর  যেদিন   আসবে  নিয়া  এস।

ভালো  থেক । সুস্থ  থেক ।

ইতি  -------------

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More