Posted by Online Desk on ১০:০৬ PM
এক বছর আগে আমি ব্লগ লেখা শুরু করি। আজ আমার জন্য একটা সুন্দর দিন, ভাবছি ব্লগ লেখার প্রথম বার্ষিকী পালন করবো কিনা । একবছরে আমি অনেক বিষয়ে লিখেছি, আশা করি ভবিষ্যতে অনেক অনেক লিখবো। তবে লেখার গতি খুব কম। একবছরে মাত্র ১৩ টি পোষ্ট লিখেছি। আমি নতুন ব্লগার তাই ধীরগতিতে আগুচ্ছি।