স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

২৫ জানু, ২০০৬

রুমিকে লেখা আমার কল্পিত চিঠি

আমি একজন মানুষ তাই আমার অনুভূতি আছে। আমি তোমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করি। এটা হয়তো সাধারন কোন ভালোলাগা, কিন্তু সমাজের চোখে এমন কোন স্বীকৃত সাধারন ভালোলাগা নেই। তাই আমার ভালো লাগাটা প্রকাশের কোন মাধ্যম খুজে পাচ্ছি না। আমরা কেঊই জানি না আমাদের সকলের ভবিষ্যত কি? সময়ই বলে দিবে সবকিছু তাই দুচিন্তা না করে এগিয়ে যাও এবং আমাকে বিশ্বাস কর।  

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More