আজ আমি প্রথম বাংলা ব্লগ লিখছি । নতুন কম্পিউটার কিনেছি এখন ও এক মাস হয়নি। অনেক আগে থেকেই বাংলা লিখতে পারি কিন্তু ব্লগ এ লেখার জন্য ইউনিকোড বাংলা দরকার। তাই ইউনিকোড বাংলা লেখা শেখাটা খুব জরুরি ছিল। আজ শিখতে পেরে খুব ভাল লাগছে। এখন থেকে নিয়মিত বাংলায় ব্লগ লিখব।