আমাদের মাগুরা, দোয়ার পাড়ের দাদা সেই ২০০১ সাল থেকে বিশ্ব ভ্রমন করে চলেছন। দাদা তুমি বলতো, এ কয় বছরে বিশ্ব তার আপন কক্ষ পথে কয়বার পরিভ্রমন করেছে, আর তুমি কত দেশ ঘুরেছো ? আমরা আর কত বছর তোমার ( বিয়ের ) অপেক্ষায় থাকবো! আমরা তোমার ভক্ত, শিষ্য । তুমি আমাদের গুরু । গুরু ও শিষ্যদের লেখাপড়া কবে শেষ হবে ! আর পারছিনা গুরু, সেই শৈশব থেকে শুরু। তুমি কবে দেশে আসবে? আমরা রোদ্দুরে দাড়িয়ে আছি, তুমি আমাদের সিক্ত কর। তুমি আসনি বলে কক্সবাজার প্রাকৃতিক সপ্তাচার্য নির্বাচনে শীর্ষ ২৮-এ থাকলো না। প্লিজ তুমি ফিরে আস! তবে আর ও দুই বছর পরে আস। কারন আমি জানি, আমাদের বিশ্ব দা সুন্দরবনের সৌন্দর্যের কথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে এবং দেশে ফেরার সময় আমাদের জন্য আনবে প্রাকৃতিক সপ্তাচার্য হিসেবে সুন্দরবনের নাম। ভাল থেকো তুমি।