স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

৮ নভে, ২০০৯

দাড়ি কমার ভুল

প্রিয়তম,
ওগো আর কতদিন বিদেশে কাটাবে। এই কি ছিলো তোমার কপালে আমার পা। আরো ফুলে উঠেছে উঠানটা। জলে ডুবে গেছে ছোট খোকা। স্কুলে যেতে চাইনা ছাগল ছানাটা। ঘাস খেয়ে ঝিমাইতেছে তোমার বাবা। অসুখে ভুগিতেছে বাগানটা। আমে ভরে গিয়াছে ঘরের ছাদ। স্থানে স্থানে ফাটিয়া গেছে গাভির পেট। দেখিলে মনে হয় বাচ্চা দেবে করিমের বাবা। রোজ আধাসের করে দুধ দেয় বড় বউ। রান্না করতে গিয়ে হাত পুড়িয়েছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নেড়ে খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে রহিমের ছোট বোন। প্রসব বেদনায় ছটফট করছে রহিমের বড় দুলাভাই। বার বার ফিট হয়ে পড়ছে ডাক্তার। সাহেব এসে দেখে গেছেন। এই সময় তুমি অবশ্যই বাড়ি আসিবে না। আসলে আমি অত্যন্ত দুঃখিত হব।
ইতি
তোমার প্রিয়া

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More