স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

২৮ ডিসে, ২০০৯

আজ পবিত্র আশুরা

আজ ১০ মহররম পবিত্র আশুরা। বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন এটি। ইসলামের প্রথম যুগে কারবালা প্রান্তরে ঘটে যাওয়া এক মর্মন্তুদ ঘটনাকে কেন্দ্র করে সারা বিশ্বের মুসলমানরা যথাযথ ধর্মীয় অনুভূতি ও ভাবগাম্ভীর্যের সঙ্গে এ দিনটি পালন করে থাকেন। মুসলিম সাম্রাজ্যের খিলাফত নিয়ে ৬১ হিজরির ১০ মহররম (৬০৮ খ্রিস্টাব্দের অক্টোবর) মাসে ইয়াজিদের সঙ্গে হযরত মুহম্মদ (দ.)-এর দৌহিত্র ইমাম হোসেনের সংঘাতে এই বিয়োগান্তক ঘটনা ঘটে।
তবে কারবালার এই বিয়োগান্তক ঘটনা ছাড়াও পবিত্র কুরআনে এই দিনটিতে ঘটে যাওয়া আরো অনেক ঘটনার উল্লেখ পাওয়া যায়। ১০ মহররমেই আল্লাহ তার সৃষ্টি সম্পন্ন করেন। আদি পুর"ষ আদম(আ.) কে এদিনেই সৃষ্টি করা হয়। আল্লাহর হুকুম অমান্য করায় এদিনেই তাকে শাস্তিস্বরূপ দুনিয়ায় পাঠানো হয়। আবার কেয়ামত ও পৃথিবী এই দিনে ধ্বংস হবে বলেও উল্লেখ পাওয়া যায়। পবিত্র আশুরা কে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখাসহ এবাদত-বন্দেগি করে থাকেন। শিয়া মতাবলম্বী মুসলমান সম্প্রদায় ইমাম হোসেন স্মরণে তাজিয়া মিছিল বের করে।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More