নতুন বছর ২০১০ কে বরণ করতে গিয়ে এবার এক অভিনব অভিজ্ঞতা হবে বাংলাদেশের। বছরের শেষ দিন মধ্যরাত থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে যাবে বলে বারোটা বাজবে দুইবার। আর ইংরেজি কায়দায় মধ্যরাত পার হতে নতুন বছরকে আবাহনও করতে হবে দুইবার। যারা আনন্দ-উচ্ছ্বাসে থার্টি ফার্স্ট পালনের আয়োজন করছেন তাদের জন্য এবার হয়তো তাই ডাবল আনন্দ। কোনটা আসল মধ্যরাত সে নিয়ে একটু তর্ক-বিতর্ক হওয়াটাও আশ্চর্যের নয় হয়তো। খবর বিডিনিউজের। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ৩১ ডিসেম্বর রাত ঠিক ১২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে সময় সমন্বয় করা হবে। সে হিসাবে ৩১ তারিখ পার হয়ে ১ জানুয়ারি ২০১০ শুরুর সঙ্গে সঙ্গে দেশবাসী ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে দেবেন। ঘড়িতে তখন আবার ১১টা। অর্থাৎ ১ ঘণ্টা পরেই আরেক দফা নববর্ষের সূচনালগ্ন!
আতশবাজি, বেলুন আর ফুলও হয়তো কিনতে হবে দুদফার কথা মাথায় রেখেই। কিন্তু এক যাত্রায় দুবার নতুন বছর পাবার ভাগ্য তো রোজ রোজ জোটে না!