স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

৩১ ডিসে, ২০০৯

বিদায় ২০০৯

একটি বছর। মহাকাল নামের এক অন্তহীন মরুভূমির বুকে যেন এক ফোঁটা জল। আজ মহাকাল সেভাবেই মুছে দেবে ২০০৯কে। জীর্ণ ঝরাপাতার মতো ঝরে যাবে বিদায়ী বছরের ক্যালেন্ডারও। আজ মধ্যরাতের প্রথম প্রহরে সূচিত হবে আশার আলোয় উদ্ভাসিত নতুন বছর ২০১০। কিন্তু বাস্তবে মহাকালের ওপার থেকে আমাদের আকাঙ্ক্ষার মতো সুন্দর সম্ভাবনায় নতুন বছরটি উদ্ভাসিত হবে কি-না জানা নেই। তবে যে বছরটি বিদায় নিচ্ছে আজ রাত ১২টার পর, সেই বিদায়ী বছরে যা পাইনি, তার জন্য যতই হাহাকার জেগে থাক না কেন, কালের অনন্ত যাত্রায় নতুনের কাছে নতুন প্রত্যাশা শিশিরভেজা পত্রপল্লবের মতো চিরদিন মানব হৃদয়ে জেগে থাকে বলেই জীবন নিরন্তর প্রবহমান। সেই বহমান স্রোতে এগিয়ে যেতে যেতেও পেছন ফিরে বিষণ্ন বেদনায় দেখে নিতে ইচ্ছে করে চলে গেল যে, তারই দিকে। অস্ফুট স্বরে যেন মন বলে ওঠে আজ বিদায় ২০০৯।
বিদায়ী বছরটি প্রাপ্তি আর অপ্রাপ্তির দোলাচলে নিয়েছে অনেক কিছু। চিরবিদায় নিয়েছেন দেশের অনেক বরেণ্য কৃতিমান সন্তান। কিন্তু দিয়েছেও কি খুব কম? এই দৃষ্টিকোণ থেকে দেখলে ২০০৯ নানা কারণেই স্মৃতির পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। দীর্ঘ দু'বছরের সেনাসমর্থিত অনির্বাচিত সরকারের বৃত্ত ভেঙে বাংলাদেশ এ বছরের প্রথম মাসের প্রথম সপ্তাহেই ফিরেছে গণতন্ত্রে। এক কথায় বললে বলতে হয় ২০০৯ গণতন্ত্রে ফেরার বছর। ২০০৮-এর ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট তিনশ' আসনের মধ্যে আড়াইশ'রও বেশি আসনে বিজয়ী হয়ে ৬ জানুয়ারি গঠন করে সরকার। গণতন্ত্রে প্রত্যাবর্তনের এই আনন্দের পাশে বিপন্নতার ভয়াল স্মৃতি হয়ে জেগে থাকবে ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত বিডিআর বিদ্রোহের অর্ধশতাধিক সেনাকর্মকর্তার মর্মান্তিক মৃত্যুর ঘটনাও। নিঃসংশয়ে বছরের সবচেয়ে বড় ঘটনা, এমনকি সরকারের অস্তিত্ব বিপন্ন করার মতো ভয়াল ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে পিলখানার বিডিআর সদর দফতরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। আইলার ছোবলে বিক্ষত দেশের দক্ষিণাঞ্চলীয় জনপদের মানুষের কাছে ২০০৯-এর একটা দীর্ঘ সময়ই কেটেছে পুনর্বাসনের সংগ্রামে, কষ্টে।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More