স্বাগত ২০১০। আজ নতুন বছরের প্রথম দিন। শুভ নববর্ষ। কালের গর্ভে গতকাল হারিয়ে গেছে আরও একটি বছর। নানা ঘটনা আর ইতিহাস পেছনে ফেলে শুর্ব হলো নতুন বছরের দিনপঞ্জি। গত রাত ১২টায় সূচিত হলো নতুন বছরের নতুন প্রত্যাশার দিগন্ত। পুরনো বছরের না পাওয়ার সব গ্লানি আর ব্যর্থতাকে পেছনে ফেলে সাফল্য আর প্রাপ্তির প্রত্যাশায় বিশ্ববাসীর শুর্ব হলো নতুন যাত্রা। গত রাতে জিরো আওয়ারে সারা বিশ্বের সব প্রান্তের মানুষ নানা আয়োজনে উৎসবের আমেজে বরণ করেছে ইংরেজি নতুন বছর ২০১০ সালকে। বর্ষবরণের উৎসবে মেতে উঠেছিল রাজধানী ঢাকাও। সব শোক, বেদনা আর হতাশা পেছনে ফেলে আজ আশায় বুক বাঁধার দিন। স্বপ্ন ও প্রত্যয়ে উদ্ভাসিত হওয়ার দিন। নতুনের আবাহনে পুরনোকে ঝেড়ে ফেলে দেয়ার দিন। জীর্ণতার বেদিমূলে আঘাত করে প্রত্যয়ে জেগে উঠার শপথ নেয়ার দিন। নতুন বছরে সাফল্যে হেসে উঠুক সকলের জীবন। এই হোক আমাদের কামনা। শুভ নববর্ষ।