স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

৮ জানু, ২০১০

৪২ আলোকবর্ষ দূরের আরেক পৃথিবী! এবং চাঁদের আলোয় আমি

মহাবিশ্বে আমাদের এই পৃথিবীর মতো আরেকটি গ্রহ খুঁজে পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিদেরা। তাঁরা জানিয়েছেন, ওই গ্রহটি আকারে পৃথিবীর চেয়ে বড়। তবে এটি ইউরেনাস ও নেপচুনের চেয়ে ছোট। এর ভূ-ভাগের অর্ধেকেরও বেশি পানিতে নিমজ্জিত।  বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচার-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে এ কথা জানানো হয়। কথিত ওই ‘সুপার আর্থ’-এর অবস্থান পৃথিবী থেকে ৪২ আলোকবর্ষ দূরে, আরেক সৌরজগতে। এর ব্যাসার্ধ পৃথিবীর চেয়ে ২ দশমিক ৭ গুণ বেশি। এর ভর পৃথিবীর চেয়ে প্রায় ৬ গুণ বেশি।
এটা ১৯-১২-২০০৯ এ প্রকাশিত। খবরটি পড়ে আমি খুবই আশ্চার্যিত হলাম কিন্তু তখন ও জানতাম না বা ভাবিনি যে আমি বাংলাদেশ থেকে প্রায় ৮০০০(৭৯৯৬.১৩)কি.মি. দূরে আর একটা চাঁদের সন্ধান পাবো। চাঁদের আলো সাধারণত পৃথিবীকে আলোকিত করে কিন্তু এই চাঁদটি আমার জীবনকে আলোকিত করেছে, আজ ৮ই জানুয়ারী আমি তার সন্ধান পাই। আমি তার ডাকনাম বাদ দিয়ে তার নাম দিয়েছি MOON । কারন সে হচ্ছে My One Of Nearer। আশা করি সারা জীবন বন্ধুরমত তাকে কাছে পাবো। 

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More