প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসএ গেমস ২০১০-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ১২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দক্ষিণ এশিয়ার আটটি দেশের খেলোয়াড়েরা অংশ নেবেন।
প্রধানমন্ত্রী প্রতিযোগিতায় অংশ নিতে আসা খেলোয়াড়দের স্বাগত জানিয়ে পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন। পরে উত্সবের মশাল জ্বালানো হয় এবং শোনানো হয় সূচনা সংগীত (থিম সং)। এবারের সূচনা সংগীতটি গেয়েছেন রুনা লায়লা।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্যসহ দেশ-বিদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৯ জানু, ২০১০
এসএ গেমস ২০১০ উদ্বোধন
Posted by Online Desk on ১:০৫ AM