আজ থেকে পাঁচ বছর আগে আমার ব্লগ লেখা শুরু। এ উপলক্ষে আমি আমার ব্লগের থিমটি পরিবর্তন করেছি। এই পাঁচ আমার লেখার বিষয়বস্তু এবং ধরনে অনেক পরিবর্তন এসেছে। ২০০৮ সালের এপ্রিল মাস পর্যন্ত লিখেছি harunbd.blog.com ওয়েবসাইটে এবং সবগুলো লেখা ছিল ইংরেজিতে। তখন আমার কম্পিউটার, ইন্টারনেট কিছুই ছিলনা। আমি প্রথমে কাগজে লিখে নিয়ে সাইবার ক্যাফে গিয়ে অনলাইনে লিখতাম। যে পোষ্ট গুলো বাংলায় হত সেগুলো বাংলা উচ্চারনে ইংরেজিতে লিখতাম এবং ব্লগে দিতাম। তারপর blogspot সাইট আসার পর এখানে ব্লগ লেখা শুরু করলাম এবং পুরনোলেখা গুলো স্থানান্তরিত করলাম। আগে আমার ব্লগে মাসিক খরচের হিসাব এবং দৈনন্দিন পড়ালেখা বা কোন কাজে কত সময় ব্যয় করতাম তাও লিখতাম, এখন এত কিছু লিখি না। ইউনিকোড বাংলা লেখা শেখার পর থেকে সব পোষ্ট বাংলায় লেখার চেষ্টা করি। এখন আমার কম্পিউটার, ইন্টারনেট সব হয়েছে, আশা করি ব্লগ লেখা এখন থেকে নিয়মিত লেখা চালায়ে যেতে পারবো।