বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মুত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনির ফাঁসি কার্যকর করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে ঢাকার কেন্দ্রীয় কারাগারে তাঁদের ফাঁসির আদেশ কার্যকর করা হয়। এই পাঁচ জন হলেন বজলুল হুদা, আর্টিলারি মুহিউদ্দিন, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহারিয়ার রশিদ খান ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদ।
এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আরও সাত আসামি পলাতক আছেন। তাঁরা হলেন খন্দকার আবদুর রশিদ, রিসালদার মোসলেমউদ্দিন, শরিফুল হক ডালিম, এ এম রাশেদ চৌধুরী, নূর চৌধুরী, আবদুল আজিজ পাশা ও ক্যাপ্টেন আবদুল মাজেদ। আজিজ পাশা জিম্বাবুয়েতে ২০০২ সালে মারা যান।
এর আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা রায় পুনর্বিবেচনার আবেদন আজ খারিজ করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এই আদেশের সঙ্গে সঙ্গে এই মামলার ১৩ বছর ধরে চলা আইনি ও বিচারিক কার্যক্রম শেষ হল।