ইহকাল ও পরকালের শান্তি এবং বিশ্ব মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল রবিবার শেষ হয়েছে তাবলিগ জামাতের তিনদিন ব্যাপী বিশ্ব ইজতেমা। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের জন্য মহান রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ জানানো হয়।
এবছর বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশের আনুমানিক অর্ধকোটি মুসলমান আখেরি মোনাজাতে শামিল হয়েছেন বলে ইজতেমা সংশ্লিষ্টসহ বিভিন্ন সূত্রের ধারণা। আখেরি মোনাজাতকালে আবেগ-আপ্লুত লাখ লাখ মুসল্লির কণ্ঠে ধ্বনিত হয় আমিন আমিন। এসময় বহু মুসল্লি অশ্রুসিক্ত নয়নে সর্বশক্তিমান আল্লাহর নিকট আত্মসমর্পণে ব্যাকুল হয়ে পড়েন।
এ বছর বিশ্ব ইজতেমা শুরু হয়েছে ২২জানুয়ারী , ২০০৯ সালে শুরু হয়েছিল ৩০শে জানুয়ারী এবং ২০০৮ সালে শুরু হয়েছিল ২৫শে জানুয়ারী।
২৫ জানু, ২০১০
৪৬তম বিশ্ব ইজতেমা শেষ হল
Posted by Online Desk on ১:১৪ AM