বেশ কিছু দিন ধরে অভ্র ও ইউনিবিজয়ের মধ্যে কাদা ছোড়াছুড়ি চলছে। আজ আমি লিখবো কিভাবে কোন সফটওয়্যার ছাড়াই অনলাইনে বসে সহজে ইউনিকোড বাংলা লেখা ও ব্যবহার করা যায়। আমরা সাধারনত বিভিন্ন ওয়েবসাইটে যেমন ফেসবুকে বাংলা লিখতে চাইলে ইউনিকোড বিজয় বা অভ্র কিবোর্ড ব্যবহার করি। যারা বাসায়, অফিসে ইন্টারনেট ব্যবহার করেন তারা এই সফটওয়্যারগুলি দিয়া বাংলা লিখতে পারেন কিন্তু যখন হাতের কাছে এগুলি না থাকে বা যারা সাইবার ক্যাফে গিয়ে প্রয়োজনীয় কাজ সারেন তারা বাংলা লিখবেন কেমন করে? যদি অনলাইনে বসেই কোন সফটওয়্যারের সাহায্য ছাড়াই আপনি ইউনিকোড বাংলা লিখতে পারেন কেমন হয়? আমি সেরকম একটা সাইটটের এড্রেস দিচ্ছি যেখানে আপনি সহজেই বাংলা লিখতে পারবেন এবং লেখার পর আপনি কপি করে কাঙ্খিত স্থানে পেষ্ট করুন। তাহলে এখনি শুরু করুন … এখানে ক্লিক করুন
এখানে ফনেটিক বাংলা লেখা হয়। প্রথমে ইংরেজি উচ্চারনে বাংলা লিখুন এবং স্পেস দিন। এটা খুব সহজ, তবে প্রথমে একটু সমস্যা হলেও আপনি নিজেই শিখে ফেলতে পারবেন। ওয়েব পেজটি Google Transliteration কোড ব্যবহার করে বানানো হয়েছে। Google Transliteration System সম্পর্কে আপনিএই টিউনটি পড়তে পারেন “অভ্র কিবোর্ড” – এর বিকল্প “গুগল” । তবে টিউনটি থেকে গুগল সম্পর্কিত উদারন গুলো মনে রাখবেন। আশা করি বাংলা লেখার এই ওয়েবসাইটটি আপনাদের ভালো লাগবে।
আমি এই লেখাটি একই সাথে ব্লগার, সামহোয়্যার ইন ব্লগ এবং টেকটিউনস এ প্রকাশ করেছি।
এখানে ফনেটিক বাংলা লেখা হয়। প্রথমে ইংরেজি উচ্চারনে বাংলা লিখুন এবং স্পেস দিন। এটা খুব সহজ, তবে প্রথমে একটু সমস্যা হলেও আপনি নিজেই শিখে ফেলতে পারবেন। ওয়েব পেজটি Google Transliteration কোড ব্যবহার করে বানানো হয়েছে। Google Transliteration System সম্পর্কে আপনিএই টিউনটি পড়তে পারেন “অভ্র কিবোর্ড” – এর বিকল্প “গুগল” । তবে টিউনটি থেকে গুগল সম্পর্কিত উদারন গুলো মনে রাখবেন। আশা করি বাংলা লেখার এই ওয়েবসাইটটি আপনাদের ভালো লাগবে।
আমি এই লেখাটি একই সাথে ব্লগার, সামহোয়্যার ইন ব্লগ এবং টেকটিউনস এ প্রকাশ করেছি।