স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

২৫ এপ্রি, ২০১০

আমার বাংলা ব্লগ এবং দুইটি সাইটের ranking

আমি ব্লগ লেখা শুরু করি ২০০৫ সাল থেকে। তখন somewhereinblog ছিল কিনা জানি না। আমি ব্লগ ডট কম এ লিখতাম এবং লেখাগুলো ছিল ইংরেজিতে। তারপর একাউন্ট করলাম somewhereinblog এবং ব্লগার এ।
২০০৬ সালে somewhereinblog এ একাউন্ট খুলেছি কিন্তু বাংলা লিখতে পারতাম না এবং আমার নেট ও কম্পিউটার ছিল না , তাই আমার জন্য বাংলায় লেখালেখি কঠিন ছিল। তাই এখানে ১৬টি পোষ্ট দিয়েছিলাম মুলত কপি পেষ্ট করে। তিন বছর ইংরেজিতে ব্লগ ডট কমে লেখার পর ব্লগারে লেখা শুরু করলাম। তখনো লিখলাম সেই ইংরেজিতে। ২০০৮ সালের শেষের দিকে বাংলা লেখা শিখলাম অভ্র দিয়ে। তখনো আমার কম্পিউটার ছিল না এবং ক্যাফেতে অভ্র না থাকায় বাংলা ব্লগ লিখতে পারতাম না। অতঃ পর কম্পিউটার ও নেট নেওয়ার পর ২০০৯ সালে বাংলা লেখায় নিয়মিত হই। সেই সাথে যারা ক্যাফেতে গিয়ে ইউনিকোড বাংলা লিখতে সমস্যায় পড়েন তাদের জন্য বাংলা লেখার একটি ওয়েবসাইট বানাই। ব্লগারে আমার আগের সব লেখা গুলা প্রতিস্থাপন করি। আর এখন ইংরেজিগুলা বাংলায় অনুবাদের কাজ করছি।
আমি যখন ব্লগ লেখা শুরু করি তখন ফেসবুক ও ছিল না। এখন মাঝেমাঝে ফেসবুকে আমার ব্লগের লিংক দেই এবং হাজার খানিক বন্ধুর কল্যাণে আমার ব্লগটির পাঠক দিন দিন বাড়ছে। তাই হঠাৎ আজ এলেস্কাতে আমার ব্লগ ও বাংলা লেখার সাইটের র‌্যাংকিং দেখে আমিতো অবাক। আমার ব্লগের র‌্যাংকিং ৯৭৭৮৭৯৫তম এবং বাংলা লেখার সাইটের র‌্যাংকিং ৩৫৮৪৮৭৪তম। যদিও অনেক খারাপ অবস্থান তারপর ও দেখে ভালো লাগলো। আমি আশা করছি যে খুব তাড়াতাড়ি ভালো অবস্থানে যাবে।
ও আর একটা কথা আমি somewhereinblog এ আবার লেখা শুরু করেছি ৪ বছর পর। আশা করি আমার সাইট দুইটা দেখে মন্তব্য করবেন। 
লেখাটি একইসাথে  প্রকাশিত হয়েছে  somewhereinblog এ

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More