স্বাগতম। আপনি এই ব্লগের counter তম পাঠক

১০ নভে, ২০১০

যশোর নিউজের আদি কথা।

‘অনলাইনে যশোরের সংবাদ পড়া যাবে’ এমন ভাবনা আমার মাথায় আসে গত বছরের মাঝামাঝি দিকে। ২২ অক্টোবর ২০০০৯ আমি একটা সাইট বানালাম শুধু লিংক এবং ক্যাটাগরি তৈরী করে http://jessore.slinkset.com। এলাকা ভিত্তিক এবং সংবাদের বিভাগ ভিত্তিক ক্যাটাগরীতে গেলে সেখানে বিভিন্ন সংবাদপত্রের যশোর ভিত্তিক নিউজের পেজটার লিংক থাকবে এবং লিঙ্কে ক্লিক করলে নতুন উইন্ডোতে সেই নিউজের বিস্তারিত পড়া যাবে। এভাবে কিছুদিন নিউজ আপডেট করার পর ভাবলাম আমার একার পক্ষে এই সাইট চালানো সম্ভব না। তাছাড়া এই সাইটটার নিজস্ব কোন তথ্য নেই, কোন একটা লিঙ্ক কাজ না করলেই সে নিউজ পড়া যাবে না। এসব কথা চিন্তা করেই মুলত আমি ‘যশোর নিউজ’ এর ভাবনা থেকে পিছিয়ে আসি এবং ১৩ ফেব্রুয়ারী ২০১০ তারিখের পর আর কোন নিউজ আপডেট হয়নি। তারপর এবছরের মাঝামাঝি আবার নতুনরুপে অনেকজন একসাথে কাজ করবো- এমন একটা পরিকল্পনা করি এবং রোজার ঈদে বাড়িতে গিয়ে আল-আমিনকে জানাই। যেই ভাবা সেই কাজ। আমি এবং আল-আমিন ফাইনাল করে ফেললাম ঈদের পরেই আমাদের কাজ শুরু করতে হবে। অতঃ পর ডোমেন কেনা হল এবং সাইট পুরাপুরি চালু হল ২১ সেপ্টেম্বর থেকে। আজ আমরা একা নই, একঝাক তরুন সাংবাদিক আর মেধাবী কিছু স্বপ্নবাজ নিরলস কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত নিউজ আপডেট করতে এবং সাইটটার কারিগরী উন্নয়নে। ইতিমধ্যেই বেশকয়টি জাতীয় দৈনিক এবং অনলাইন সংবাদ মাধ্যমে ‘যশোর নিউজ’এর রিভিউ ছাপা হয়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে থাকবোই এবং বিশ্বজুড়ে জুড়ে যশোরের খবর ছড়িয়ে দিব।



এভাবেই আমাদের প্রিয় ‘ যশোর নিউজ’ পথচলা শুরু।

শেয়ার করুন

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More