আমি অফিসে ছিলাম হঠাৎ কেয়ার ফোন পেলাম। ওর কাছ থেকে শুনলাম, বিথীর আজই বিয়ে এবং তাৎক্ষনিকভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমি প্রথমে বিশ্বাসই করিনি কারন আমাকে কেউ জানাই নি। এমনকি কেউ ফোনও করিনি। যেহেতু গত সাত-আট দিন ঘরে দেখাশোনা খোজ খবর চলছে, আমি জানতাম বিয়ে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমাকে বাদেই সব কিছু হয়ে যাবে জানতাম না। যতোটা না অবাক হয়েছি হঠাৎ বিয়ে হওয়ার কারনে তার চেয়েও বেশি অবাক হয়েছি আমাকে কেউ জানাইনি তাই। আমি বিথীর বড় ভাই, আমাকে ছাড়াই সব কিছু হয়েছে। এখানে বাড়িতে আমার মর্যাদা, গুরুত্ব সবকিছু প্রশ্ন বিদ্ধ। আমি এমনটা বোকা না যে, আমাকে জানালে আমি বলতাম আমি ছাড়া বিয়ে হবে না, অন্ততঃ আমি রাতের গাড়িতে বাড়ি এসে পরদিন বিয়ের অনুষ্ঠান করে সেদিন রাতেই আবার ফিরে আসতে পারতাম। এতসব ঘটনায় আমি পুরোপুরি মানসিকভাবে ভেংগে পড়েছি, অনেক কষ্ট হচ্ছে। বার বার ওর কথা মনে হচ্ছে। আমার একমাত্র বোনের বিয়ে এভাবে হবে আমি স্বপ্নেও ভাবিনি, আব্বাকে বার বার বলেছিলাম একসপ্তাহ সময়তো নিতেই হবে। আমার কথাতো শুনেই নি বরং তড়িঘড়ি করে বিয়েটা দিয়ে দিল। এতদিন নিজেকে অনেক ভাগ্যবান মনে করতাম, কিন্তু দেরি করে হলেও বুঝলাম ভাগ্য আমাকে নিয়ে কি খেলায় মেতেছে।