গতকাল রাত একটা পর্যন্ত নেটে কাজ করে কম্পিউটার অফ না করেই ঘুমিয়ে পড়েছি এবং সকাল উঠেই দেখি আমার ফেসবুকের ইউজার নেম, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এমনকি আমি আমার কোন ছবির এলবাম দেখতে পাচ্ছি না। জানি না কিভাবে হল এত কিছু। আমি আমার কোন ফটোর ব্যাকআপ রাখিনি। তাই আমার প্রিয় ছবি গুলো জন্য অনেক কষ্ট হচ্ছে। ফেসবুকের যাবতীয় তথ্যই পরিবর্তন হয়ে গেছে। নেম, হোম টাউন, জন্মতারিখ সব চেঞ্জ হয়ে গেছে, এমনকি প্রোফাইল পিকচারও। যাই হোক আমি ব্যক্তিগত নিরপত্তার কারনে বেশি কিছু লিখতে পারছি না। কয়েক ঘন্টা শ্রম ব্যয় করে আমি আবার আমার ফেসবুক একাউন্টটি ঠিক করেছি এবং সিকুরিটি সেটিং চেঞ্জ করেছি। আশা করি এমন সমস্যা হয়তো আর হবে না।
২৫ এপ্রি, ২০১১
আমার ফেসবুক একাউন্ট হ্যাক হয়ে গেল এবং আবার একাউন্টটি পুনরুদ্ধার করলাম
Posted by যশোর নিউজ ডেস্ক on ১১:২৬ PM